আজ বাংলাদেশের জন্য আরেকটি বিশেষ দিন। আজকের দিনে বাংলাদেশ প্রবেশ করছে মে’ট্রো’ ‘রে’লের যুগে। আর এই শুভ কাজটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিকে এ বিএনপির করা মি’থ্যা’চা’র এবার সবার সা’মনে তুলে ধরলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
অবশেষে মেট্রোরেল নিযেও বিএনপি মুখ খুললো। সর্বনিম্ন ভাড়া কেন ২০টাকা,এটা তারা মানতে নারাজ। এখনতো ঢাকায় রিকশা ভাড়াও বিশটাকার নিচে দিলে রিকশাওয়ালা গোসসা করেন।
তারাও গোসসা করেছেন, মেট্রোরেলের ভাড়া নাকি বাস ভাড়ার দ্বিগুন।এই লোকগুলো কি আক্কেল জ্ঞানের মাথা খাইছে ? কিসের সাথে কিসের তুলনা করতে হয়, তাও জানেনা। পদ্মা সেতু নিয়েও ওনাদের ব্যাপক অভিমান ও গোসসা ছিলো। ওনারা, ওই সেতুতে উঠবেননা বললেও এখন নিয়মিত টোল দিয়ে সেতু পারি দেন।
সব কিছুরই কি বিরোধীতা করতে হবে? নিজেদের হ্যাডম থাকলে কিছু করে দেখান না কেন? আপনাদের নিশ্চয় মনে আছে- পরিবেশ বান্ধব বলে ৫০ হাজার টাকার গ্রীন অটোরিকশা আড়াই লক্ষ টাকায় নিতে তারা বাধ্য করেছিলো, এবং ১২০০ টাকার রিকশার নাম্বার প্লেট বাড়িয়ে দশ হাজার টাকা করেছিলো।
এইতো ছিলো ঢাকার যোগাযোগ খাতে তাদের অবদান।
প্রসঙ্গত, এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে কিছুক্ষন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মে’ট্রো’ রে’লে’র উ’দ্বোধন করেছেন। শুধু উদ্বোধন নয় তিনি প্রথম যা’ত্রী হিসে’বে করতে যাচ্ছেন মে’ট্রো রে’লের সফর। আর এ নিয়ে এখন রাজধানী ঢাকায় বইছে খুশির জোয়ার।