দল যখন কোণঠাসা হয়ে পড়ে, কেবল তখনই তারেক রহমান বলেনঃ
”নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন”
অন্য সময় এই কথা বলেন না।
এই লাইসেন্স ১০ বছর আগেই উন্মুক্ত করে দেয়া উচিত ছিল তারেক রহমানের।
১০ বছর আগে তারেক রহমানের দলকে বলে দেয়া উচিত ছিল, তোমরা দল চালাও; আমি নাক গলাবো না; আমি যখন দেশে ফিরতে পারবো তখন দলে সক্রিয় হবো।অযথা সময় নষ্ট করেছেন তিনি।
নিবন্ধন এবং চাঁদা ভিত্তিক সদস্য সংগ্রহ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল থেকেই ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি চালু করে দিলে বিএনপি আজ আওয়ামীলীগের চেয়েও অনেক বেশী সুসংগঠিত এবং আরও শক্তিশালী দলে পরিণত হতে পারতো।
বিএনপি’র ৩শ সম্ভাব্য এমপি প্রার্থীকেও রাস্তায় শান্তিপূর্ণ মিছিল করতে দেখা যায়না।
শেখ হাসিনা চলে গেলে একই পরিণতি হবে আওয়ামীলীগের।