এই যুগে এসে সংসার টেকানো কত কঠিন একটা বিষয়, সেই জায়গায় আমরা ১২ বছর সংসার করছি। সেপ্টেম্বরের ২৩ তারিখ ১২ বছর পূর্ণ হবে। দুটি সন্তানও আছে আলহামদুলিল্লাহ। এই ভালো জিনিসগুলো তুলে না ধরে, খারাপ জিনিসগুলো তুলে ধরছেন।
সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পোশাকের ব্র্যান্ডের ভুল নাম উচ্চারণের জন্য অভিনেত্রী বর্ষাকে ট্রোলড করা হয়েছিল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তার বক্তব্য নকল করে নিজেদের ফেসবুক পেজ বা ইউটিউবে প্রকাশ করছেন। এতে তিনি ক্ষুব্ধ।
এমন প্রেক্ষাপটে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি।
বর্ষা বলেন, ‘আমি বর্ষা, একজন শক্তিশালী ও ইতিবাচক মনের মানুষ। মাঝে মাঝে মনে হয় যতটুকু আমি নিতে পারি তার থেকে বেশি আমাকে পেয়ে বসছে মানুষ। যারা যেটা বলার না তারাও সেটি বলে বেড়াচ্ছে।
আমি মনে করি তারা সামনে আসতে চায়। জনপ্রিয়তা বাড়াতে চান। তারা একটি ফেসবুক পেজ খুলেছে। না হলে এত ভালো জিনিস থাকা সত্ত্বেও নেতিবাচক কথা কেন?’
এ সময় অনন্ত জলিলের সঙ্গে তার বিবাহিত জীবন টিকিয়ে রাখার বিষয়টি তুলে ধরেন।
বর্ষার কথায়, ‘মিডিয়াতে মানুষের যা অবস্থা! এই যুগে একটা পরিবারকে টিকিয়ে রাখা কতটা কঠিন, আমরা সেই জায়গায় ১২ বছর ধরে বাস করছি। ২৩ সেপ্টেম্বর ১২ বছর হবে। দুটি সন্তানও আছে আলহামদুলিল্লাহ। এই ভালো জিনিসগুলো তুলে না ধরে, খারাপ জিনিসগুলো তুলে ধরছেন। আমার পেছনে লেগে আছেন তারা। আমি কোন পোশাক পরি, কোন রেস্তোরাঁয় যাই, কোন ব্র্যান্ডের জামাকাপড় পরি, কোন নামগুলো ভুল উচ্চারণ করি? ‘যদিও আমার কাছে সত্যিই কিছু যায় আসে না।’
পোশাক ব্র্যান্ডের ভুল উচ্চারণ নিয়ে বর্ষা বলেন, “আমি গুচিকে ‘গুছি’ বলি বা ‘ঘুশি’ বলি—সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি তো এটা বলেই আজ ১২ বছর ব্র্যান্ডের দোকানে গিয়ে শপিং করি। যেখানে গিয়ে আমি প্রডাক্টটা কিনছি, তাদের তো সমস্যা হয় না আমার কথা বুঝতে।”