Friday , December 13 2024
Breaking News
Home / Entertainment / এই মানুষটাই ১০টি বন্ধুকে খুব গর্ব করে বলবে, দোস্ত দেখ অন্তরার সঙ্গে ছবি তুলেছি : ফারিয়া

এই মানুষটাই ১০টি বন্ধুকে খুব গর্ব করে বলবে, দোস্ত দেখ অন্তরার সঙ্গে ছবি তুলেছি : ফারিয়া

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী ফারিয়া শাহরিন। তবে সম্প্রতি দর্শকদের মাঝে ‘অন্তরা’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই ভক্তদের মাঝে নিজেকে সফল মেলে ধরতে সক্ষম হয়েছেন তিনি। আর সেই থেকেই ফারিয়া এখন ভক্তদের মাঝে অন্তরা নামেই অধিক পরিচিত।

এদিকে চলতি বছরের গত ১৩ এপ্রিল শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন। এবার নতুন সিজনের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। খুব শিগগিরই আসবে চতুর্থ সিজন।

গেল মঙ্গলবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘রাস্তায় বের হলেই খুব সাধারণ মানুষ যখন মাস্ক পরা অবস্থায়ও আমাকে চেনে, ‘অন্তরা’ বলে ডাক দেয়, শান্তি পাই। খুব বিধ্বস্ত অবস্থায়, এলোমেলো চুল নিয়েও ছবি তুলি। কারণ, এই মানুষটাই ওর ১০টি বন্ধুকে খুব গর্ব করে বলবে, ‘দোস্ত দেখ অন্তরার সঙ্গে ছবি তুলেছি।’ তার ওই সুখের হাসিটার কাছে আমার এলোমেলো কাজল লেপ্টে যাওয়া চেহারায় আমাকে কেমন লাগছে দেখতে, ওই ভাবনায় একদম কিছু যায় আসে না।’

তিনি আরও লিখেছেন, ‘কোথাও খেতে গেলে কোনো সাধারণ ওয়েটার যখন সব কাজ বাদ দিয়ে দৌড়ে আসে কাচুমাচু করে বলে আপু আপনাকে খুব ভালো লাগে, নার্ভাস হয়, আমতা আমতা করে বলতে গিয়েও সাহস পায় না, আমি হেসে বলি, কি ছবি তুলবেন? আসেন আমি সেলফি তুলি আপনার ফোনটা দিন। পাশে দাঁড়ান।’

এই অভিনেত্রী মনে করেন, ‘অন্তরা’ চরিত্রটি মিডিয়ায় তাকে দ্বিতীয় জীবন দিয়েছে। ফারিয়া লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট আমাকে নতুন জীবন দিয়েছে, মানুষের ভালোবাসাকে উপভোগ করতে শিখিয়েছে। যে ভালোবাসা আমি নষ্ট করতে চাই না। আমি চাই সবাই আমাকে অন্তরাই ডাকুক। মাসের ৩০ দিন কাজ করতে মন চায় না। অনেক অনেক ধারাবাহিক সম্মানের সঙ্গে না করে দেই অন্তরাকে বাঁচিয়ে রাখার জন্য। কাজ এখন অনেক করি, কিন্তু যে ভালোবাসা পাই, তা মাথা পেতে নেই। অন্তরা হয়ে প্রতিটা মুহূর্ত বাঁচি, উপভোগ করি। আলহামদুলিল্লাহ্। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে?’

 

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন ফারিয়া শাহরিন। তবে এরপর বেশকিছু বছর দেশের বাইরে থাকার পর গত বছর দুই আগে অভিনয়ে ফেরেন তিনি। এদিকে অভিনয় দিয়ে খুবই অল্প সময়ের মধ্যেই কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ফারিয়া শাহরিন। এই মুহুর্তে শুটিং নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

 

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *