সম্প্রতি বাংলাদেশে ঘটে গেছে একটি নাটকীয় ঘটনা। রাজধানীর আদালত চত্বর থেকে ফিল্মি স্টাইল ছিনতাই করা হয়েছে দুই আসামিকে। আর এই ঘটনাটি এখন দেশের আলোচনার বিষয় বস্তু হয়ে দাঁড়িয়েছে। এ দিকে এই ঘটনার মধ্যে অন্য রকম সুর দেখছেন সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। এ নিয়ে তার দেয়া একটি স্ট্যাটাস পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো হুবহু:
কেন যেন মনে হচ্ছে সরকারের একটি নতুন পাতানো খেলা। এসব জংগীদের আদালত এলাকা থেকে আসামী ছিনতাই এর মত লজিস্টিক/অপারেশনাল ক্যাপাবিলিটি থাকার কথা না!
আসামীদের যারা ছিনিয়ে নিয়েছে তারা নাকি পুলিশের চোখে পিপার স্প্রে দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে! আমার জানা মতে পিপার স্প্রে একটি কন্ট্রোলড আইটেম এবং একমাত্র পুলিশ এর আমদানী কারক। আর আসামীদের হাতকড়ি নাকি স্পটেই খোলা হয়েছে চাবি দিয়ে। হাতকড়ার চাবি তারা কোথায় পেল?
এখন পর্যন্ত পুলিশের কোন সদস্যকেকি সাসপেন্ড করা হয়েছে?
প্রসঙ্গত ,এ দিকে ছিনতাই হয়ে যাওয়া দুই জনকে এখনো ধরতে পারেনি প্রশাসন। তাদের ধরিয়ে দেয়ার জন্য মোটা অংকের টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। জানা গেছে তাদের ধরতে সর্বোচ্চ সতর্কতা নিয়েছে পুলিশ।