Friday , January 10 2025
Breaking News
Home / opinion / এই প্রথমবারের মত আ.লীগ কনফিউজড, তাদের নেত্রী আমেরিকার মাটিতে পা দিতেই এতবড় নিষেধাজ্ঞা এল :শামসুল

এই প্রথমবারের মত আ.লীগ কনফিউজড, তাদের নেত্রী আমেরিকার মাটিতে পা দিতেই এতবড় নিষেধাজ্ঞা এল :শামসুল

আমেরিকার ব্যাপকভিত্তিক (সপরিবারে) ভিসা স্যাংশন ঘোষণার পরে আওয়ামীলীগের বুঝদারদের মধ্যে ব্যাপক দুঃচিন্তা লক্ষ করা যাচ্ছে। আমেরিকার সিরিয়াসনেস দেখে তারা ‘ম্যাজিক্যাল লেডি’র ওপরে আস্থা রাখতে পারছে না। বিশেষ করে তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আমেরিকার মাটিতে উপস্থিত থাকতেই এতবড় নিষেধাজ্ঞার ঘোষণা দিলো! এটি ভয়াবহ রকমের অপমান, এবং তাদের নেত্রীর ব্যর্থতার বড় নজির। মানুষ আর তার কথায় আস্থা পাবে না।

এই প্রথমবারের মত আওয়ামী লীগ কনফিউজড। তারা বুঝতে পারছে না, বিএনপি কিভাবে কোন্ প্রক্রিয়ায় জোরদার আন্দোলন দিয়ে অ্যাটাক করবে। তারা আগের মত সবকিছু এডভান্স পেয়ে যাচ্ছে না। আওয়ামীলীগের নিজেদের কোনো কর্মসূচি নেই, তারা কেবল তাকিয়ে আছে বিএনপির দিকে। অর্থাৎ ড্রাইভিং সিটে বিএনপি, লীগ কেবল রিঅ্যাক্ট করতে পারে। তবে তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছে, বিএনপির পাল্টা কর্মসূচি দিবে, সেটা ১৫ মিনিট সময়ে পেলেও।

✍-শামসুল আলম

About Zahid Hasan

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *