বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্র নাট্য নির্মাতা মোস্তফার সরয়ার ফারুকী বেশিরভাগ সময় নাটকের পরিচালনা করে থাকে। মাঝেমধ্যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে নজরে আসেন সবার। এবার তিনি আমাদের দেশের ভিন্ন এক চর্চার কথা বললেন। তার এই বিষয়ে দেওয়া পোস্টটি হবুহু তুলে ধরা হলো।
আমাদের মতো অন্য কোনো দেশে ছেলেমেয়েরা কি দল বেঁধে নির্দিষ্ট গীতিকার/সুরকারের নিকট গিয়ে গান শেখে, তারপর সারাজীবন সেই গান কি গায়? বলছি রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির কথা। মানে, অন্য দেশে নেই বলে যে আমাদের দেশে হতে পারবে না- আমি তা বলছি না।
এই চর্চাটা অন্য কোথাও আছে কিনা আমি আসলে সেটা জানতে চাচ্ছি? এই চর্চাটা শুধু আমাদের দেশে, অন্য কোনো দেশে নাই কেন? যদি সেটা অন্য কোনো দেশে না থাকে তাহলে কেন নেই? আমাদের এখানে থাকলেও, সেটা শুধু আমাদের এখানে কেন আছে? সেটাই বোঝার চেষ্টা করছি!
(সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত)
প্রকৃতপক্ষে, ফারূকী তার মনের প্রশ্নের বিষয়টি তুলে ধরে নিজেই প্রশ্ন করলেন। অবশ্য বেশকিছু সাংস্কৃতিক বিষয় রয়েছে যেগুলো অনেকের নিকট প্রশ্ন জাগায়। এই নাট্যনির্মাতার মনেও ছেলেমেয়েদের গান শেখার এই বিষয়টি তার মনেও প্রশ্ন জাগিয়েছে।