সম্প্রতি গণমাধ্যমগুলো দলীয় হয়ে গেছে বলে নানা মহলে সমালোচনা সৃষ্টি হচ্ছে।কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সংবাদ কর্মীর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ব্যর্থ হচ্ছে। এখানেই শেষ নয় সম্প্রতি গণমাধ্যমের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আসার পর সেটি নিয়েও আলোচনার ঝড় ওঠে নানা মহলে।কারণ বর্তমানে অনেকে ক্ষেত্রে সরকারের পক্ষে সাফাই গেয়ে সংবাদ প্রকাশ করা হয় বলেও অভিযোগ রয়েছে একাধিক মহলে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
কিছু সংখ্যক দলান্ধ সাংবাদিক-সম্পাদক তৈরি করে, তাদেরকে আড়ালে আবডালে সুযোগ দিয়ে, সংবাদমাধ্যমগুলোকে আর্থিকভাবে রুগ্ন ও তোষামোদকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করে,সাংবাদিকদের একটা বড় অংশকে দুস্থ করে,তারপর সাংবাদিক ‘কল্যাণ’ প্রপাগান্ডা।
বিজ্ঞাপনের হার বৃদ্ধি করা হবে না,বিজ্ঞাপনের বিল পরিশোধ করা হবে না,যে পত্রিকা ৪১ কপি বিক্রি হয় না তার প্রচার সংখ্যা ১ লাখ ৪১ হাজার কপি দেখিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে সেই আন্ডারগ্রাউন্ড পত্রিকাকে,সাংবাদিকদের চাকুরিচ্যুত ও বেতন না দেওয়া সংবাদমাধ্যম বিষয়ে নীরবতা পালন করা হবে,যেসব সংবাদমাধ্যম সাংবাদিকদের সম্মান, সম্মানজনক বেতন ও সুবিধা দেয়, তাদের বিজ্ঞাপন বন্ধ ও ক্রমাগত বিশোদগার করা হবে।
আর বছরে একবার ‘দুস্থ’ সাংবাদিকদের ‘কল্যাণ’ নাম দিয়ে ৫০ হাজার বা ১ লাখ টাকা করে টাকা দেওয়া হবে, সাফল্যের গল্প বলবে সাংবাদিক নেতারা।
এই ‘কল্যাণ’র আসল উদ্দেশ সমাজে সাংবাদিকদের ‘দুস্থ’ হিসেবে পরিচিত করা।যা সাংবাদিকদের জন্যে চরমতম অসম্মানজনক।এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়,সম্পূর্ণ পরিকল্পিত।