বিতর্কিত বললেও সেটাকে যেন বলা হবে বিতর্কিত ভাষ্য! তাই এটা স্পস্টতই বলা যায় যে, টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরির বড় এক ভুল সিদ্ধান্তের কারনে টাইগার দলের সাকিব আল হাসানকে ফিরে যেতে হয় ড্রেসিংরুমে। আর সেখান থেকে ছন্দপতন ঘটে টাইগারদের। যেটা অনেকটা মনোবল ভাঙ্গার মতো বিষয় হয়ে দাঁড়ায়। যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। ভারতের এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার আকাশ চোপড়াও সাকিবের আউট হওয়ার বিষয়ে বলেন, সাকিব ইজ নট আউট।
একটি উইকেট, একটি ভুল সিদ্ধান্ত যা পুরো দলকে এলোমেলো করে দিতে পারে, অ্যাডিলেড ওভালে তাই হয়েছিল। সৌম্যর বিদায়ের পর প্রথম বলেই বিদায় নেন সাকিব আল হাসান। আর তাতেই বিভ্রান্ত হন বাংলাদেশি ব্যাটসম্যানরা।
ক্রিকেটে এটা ঘটতে পারে, কিন্তু সাকিব আল হাসানের আউট নিয়ে অবিশ্বাস চোখ রাঙ্গায় তখন সেদিকে দিতে হয় একটু বাড়তি দৃষ্টি। সেই সময় দশম ওভারের পঞ্চম বল। শাদাব খানের বল মারতে চেষ্টা করেন সাকিব। ঠিকমতো ব্যাটে বলে হলো না। বোলারের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। কিন্তু আত্মবিশ্বাসী সাকিব সঙ্গে সঙ্গেই রিভিউ নেন।
আল্ট্রা এজ প্রযুক্তিতে দেখা যায় সাকিবের ব্যাট থেকে বল যাওয়ার আগেই স্পাইক ধরা পড়ে। তবে ব্যাট মাটির কাছাকাছি থাকায় স্পাইক নিয়ে সন্দেহ দেখা দেয়। কিন্তু রিপ্লের প্রতিটি ফ্রেমে স্পাইক আছে, এমনকি ব্যাট শূন্যে থাকলেও। আর তাই সবার মতো সাকিবও নট আউটের সিদ্ধান্তের প্রত্যাশা করছিলেন।
কিন্তু ফিল্ড আম্পায়ারকে সমর্থন করেন জিম্বাবুয়ের টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরি। নিজের ভুলের শিকার হয়ে ফিরতে হয়েছে সাকিবকে। এর সুফল পাকিস্তানই পায়। সাকিবের আউট নিয়ে টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সাকিবের ব্যাট ও উইকেটের মধ্যে কোনো সংযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।
আর মাঠ ছাড়ার আগে বিস্ময় প্রকাশ করলেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে টাইগার অধিনায়ককে। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত! মাঠ ছাড়ে ড্রেসিং রুমে ফিরে যেটে হয় সাকিব আল হাসানকে। আর বাংলাদেশ সেই সময় থেকে গতি হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত দলে আসে সামান্য কিছু সংগ্রহ। শেষমেশ ম্যাচ পরাজয়ের পর সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙ্গে গেল টিম বাংলাদেশের। এখন শুধু ঘরে ফেরার অপেক্ষা।