Friday , September 20 2024
Breaking News
Home / opinion / এই একটি কারণেই আ.লীগ সরকার কোন সেক্টরে ক্লিন ইমেজের কাউকে পছন্দ করেনা,এবার মুখ খুললেন সাবেক সেনাকর্মকর্তা

এই একটি কারণেই আ.লীগ সরকার কোন সেক্টরে ক্লিন ইমেজের কাউকে পছন্দ করেনা,এবার মুখ খুললেন সাবেক সেনাকর্মকর্তা

বাংলাদেশে সম্প্রতি একটি বিষয় নিয়ে শুরু হয়েছে বেশ আলোচনা সমলোচনা। আর তা হলো বাংলাদেশি রাষ্ট্রদূতকে অস্ট্রিয়া ‘না’ করে দিয়েছে। আর এ নিয়ে এখন তৈরী হয়েছে নানা ধরনের আলোচনা আর সমালোচনা। এবার এ নিয়ে একটি লেখনী লিখেছেন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

রবার্ট ডি নিরোর একটা মুভি আছে “ক্যাসিনো” এটা মূলত মাফিয়া মুভি। ছবিতে রবার্ট ডি নিরো তার এক ডেপুটিকে বলছে “ কাজ করার তিনটা পদ্ধতি আছে: রাইট ওয়ে, রং ওয়ে আর দ্যা ওয়ে আই টেল ইউ। ইউ অলওয়েজ ডু দ্যা ওয়ে আই টেল ইউ!” তার মানে হল সে যেটা বলবে সেটা রাইট বা রং সেই বিচার তার ডেপুটি করতে পারবেনা, চোখ বন্ধ করে তা পালন করবে। বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে তা হল “ইউ অলওয়েজ ডু দ্যা ওয়ে আওয়ামীলীগ টেল ইউ!”

এ কারনেই আওয়ামীলীগ সরকার কখনই কোন সেক্টরে ক্লিন ইমেজের কাউকে পছন্দ করেনা; তাদের পছন্দ দুস্ট লোকদের কারন দুস্ট লোকেরা উইল অলওয়েজ ডু দ্যা ওয়ে আওয়ামীলীগ টেল দেম!” এটাই মাফিয়াতন্ত্র।

আজ ক্লিন ইমেজের লোকেরা সাইডলাইনে বা চাকুরীচূত্য আর চোর বদমাশ দুর্নীতিবাজ ধর্ষকরা নেতৃত্বে আর আমাদের সরকার ভাবে তারা পশ্চিমা বিশ্বকে যা বলবে তাই তারা বিশ্বাস করবে? পররাষ্ট্র মন্ত্রী মোমেন একজন বুদ্ধি প্রতিবন্ধি। এটা আমাদের? না আওয়ামীলীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে?

প্রসঙ্গত, এ দিকে এমন ধরনের একটি ঘটনা নজিরবিহীন। হয়তো কোনো দেশের সাথে ঘটেনি এমন ঘটনা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন একজন রাষ্ট্রদূতকে গ্রহণ করতে চিঠি লিখেছিলেন অস্ট্রিয়াতে। কিন্তু তার সেই অনুরোধের চিঠি প্রত্যাখ্যান করেছে দেশটি। আর এ নিয়ে এখন হচ্ছে এত বেশি আলোচনা।

About Rasel Khalifa

Check Also

বাঁধন নৌকার লোক বলে কঠিন পরিণতি ভোগ করতে হইতো: পিনাকি

ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি আওয়ামী সরকারের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *