বাংলাদেশে জায়গা হিসেবে প্রচুর পরিমানে জনসংখ্যা। যার কারনে দেশের আর্থসামাজিক অবস্থা বেশি ভালো নয়। দেশের বড় একটা জনগোষ্ঠি দারিদ্র সীমার নিচে বসবাস করে। বিশাল এই জনসংখ্যার দেশে সরকার দেশ পরিচালনা করতে হিমশীম খায়। তার মধ্যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। এর মধ্যে বিশাল এক জনগোষ্ঠি বাংলাদেশে প্রবেশ করেছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য সেটি নিচে তুলে ধরা হলো।
আমি আমার ভিডিওতে বলেছিলাম, আমেরিকা চায় রাখাইনকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সাথে যুক্ত করতে। এটা নিয়ে আমার হেইটারেরা ইউটিউবের কমেন্ট বক্সে এসে হাসাহাসি করছে। আমার যে ভুল হয়না মাঝে মাঝে তা নয়। আমি একা মানুষ, অনেকে কাজের ফাকে ফেইসবুকে লিখি বা ভিডিও করি। কিন্তু তাই বলে এতো বড় একটা দাবী আমি হুদাই করবো না। আমি মুর্খ হতে পারি কিন্তু বেয়াকুফ না। রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করার প্রস্তাব আমেরিকান সিনেটের এক সিনেটরের। প্রস্তাবটা প্রকাশ্য এবং সিনেটের আর্কাইভে আছে। এখন অবশ্য বলতে পারেন একজন সিনেটরের কথা কী আমেরিকা রাষ্ট্রের কথা? তর্ক করতে চাইলে তো করাই যায়। কিন্তু এই আলাপটা আমেরিকান ক্ষমতা কেন্দ্রের।
রেফারেন্সটা দিয়ে রাখলাম আরকি।
প্রসঙ্গত, যে পরিস্থিতির তৈরী হয়েছে বাংলাদেশে এই বিশাল জনগোষ্ঠি প্রবেশ পরে তা থেকে পরিত্রান পেতে এমন প্রস্তাবের আশঙ্কা করা অযুক্তিক নয় মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তবে তাদের প্রস্তাব কি আদৌও মেনে নেওয়া যোগ্য।