সম্প্রতি লোডশেডিংকে কেন্দ্র করে রীতিমতো সারা-দেশজুড়ে শুরু হয়েছে বেশ শোরগোল। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ। তবে এ নিয়ে এবার নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কলাম লেখক পিনাকী ভট্টাচার্য।
পাঠকদের উদ্দেশ্যে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
“মসজিদে এসি বন্ধ”
এটা হাসিনার একটা ইন্টেলিজেন্ট সিদ্ধান্ত।
কেন?
কারণ বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। হাউকাউ লাগায়ে দিবে।
তখন শেখ হাসিনা বলবেন, যাই হোক না কেন মসজিদের এসি বন্ধ করা যাবে না, মুসল্লিদের কষ্ট দেওয়া যাবে না। প্রয়োজনে গণভবনের এসি বন্ধ করে দেওয়া হবে। দরকার হলে একটু ফ্যাচ ফ্যাচ করে কান্না দিবে। হাসিনা তার বাসার এসি খুলে মসজিদে লাগিয়ে দিবে।
ব্যাস, কেল্লা ফতেহ।
তাহলে সবাই খুশি। রোষ্টার করে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রেখে লোডশেডিং দিয়েও শেখ হাসিনা ধন্যবাদ ও অভিনন্দনে আপ্লুত হবেন।
বুদ্ধি হ্যাজ।
আমার এই পোষ্টের স্ক্রিনশট নিয়ে রাখেন। এইটা না ঘটলে আমারে বলবেন।
আমি হাসিনারে খুব ভালো রিড করতে পারি।
এদিকে প্রতিদিন যদি এভাবে লোডশেডিং হতে থাকে, তাহলে আগামীতে আরও বড় কোনো সমস্যার সমুক্ষিন হতে হবে বলেও মনে করছেন কেউ কেউ। আর এ বিষয়টি সরকারকে ভেবে দেখা উচিত বলে দাবি করেছেন তারা।