সম্প্রতি সরকার প্রধানের সঙ্গে ঋষি শুনাকের একটি ছবি ভাইরাল হয়। যেটি নিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতারা নানা মন্তব্য করে।নির্বাচনকে সামনে রেখে তারা পশ্চিমাদের সঙ্গে সরকারের ভাল সম্পর্কের বিষয়টি বুঝানোর চেষ্টা করছে।কিন্তু মানুষ যে প্রকৃত ঘটনার সম্পর্কে বোঝে না তা নয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ঋষি শুনাক হাসিনার পায়ের কাছে বসে কীবা কীবা কচ্ছে। আর হাসিনা বেশ প্রশ্রয়ের সাথে শুনেচ্ছি। আবার সব চেয়ে বড় কথা ঋষি শুনাকের পায়ে জুতা নাই। ঘটনা কী? মানে দেবী হাসিনার সাথে দেখা কিরার জন্য পায়ের জুতা খুলে আসিছে?
আসলে ঘটনা হচ্ছে এই জি ২০ সন্মেলনের শেষটা হছে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানায়ে। তো উটি যাওয়ার জন্য জুতা খুলে যাওয়া লাগিছিলো। হামি কলে গেছি উটি জুতা খুলা লাগেনি। মোদি আবার নতুন সিস্টেম করিছে সবাক জুতা খুলায়ে ভং ধরিছে। গান্ধিক কে মারিছিলো জানেন তো নাথুরাম গডসে উই কে ছিলো হানেন তো মোদির দল আর এস এসের কর্মী। মোদিও আর এস এসের কর্মি ছিলো। আবার উই নাথুরাম গডসের মুর্তিতে ফুলের মালাও দিছে। আবার সেই গান্ধির সমাধীতে যাওয়ার লাইগ্যা জুতা খুলাছে। ক্যাংকা জাউড়া দেখেন।