শেষ হয়ে গেল পাকিস্তানের সাধারন পরিষদ নির্বাচন। তবে এই নির্বাচন শেষ হলেও সরকার গঠন এককভাবে পারছে না কোনো দল। এখন সরকার গঠনে কয়েকটি জোটকে একত্রিত হতে হবে তা না হলে সেখানকার নির্বাচনী সংবিধানের শর্ত পূরন হচ্ছে না। তবে পাকিস্তানের ভিন্ন কিছু কলঙ্ক তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক সমালোচক গোলাম মাওলা রনি। তার সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হল-
নিন্দিত পাকিস্তানের নন্দিত সফলতা দেখে তাবৎ দুনিয়ার সভ্য জাতি গোষ্ঠী গুলো পাকিস্তানের বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং সেই দেশের মধ্যম পর্যায়ের সেনা কর্মকর্তাদের প্রশংসায় পঞ্চমুখ !
অন্যদিকে, উল্লেখিত ঘটনা দুনিয়ার ধোকাবাজ, বেশরম, হারামখোর এবং বেহায়াদের বংশবদদেরকে ভারী বিপদে ফেলেছে !
তারা তাদের কুকর্মের সাফাই গাওয়ার জন্য গায়িকা খুঁজছে ! কুকর্মের উপর চলচ্চিত্র নির্মাণের জন্য নায়ক নায়িকা তালাশ করছে এবং কুকর্ম নিয়ে স্মৃতিসৌধ নির্মাণের জন্য মাইকেল এঞ্জেলোর মতো স্থপতি খুঁজছে !
পৃথিবীর ভালো মানুষগুলো উপরোক্ত অমানুষদের কর্মজাত দুর্গন্ধের মরন যন্ত্রনা থেকে বাঁচার জন্য জমিনে, সাগর-মহাসাগরে এবং মহাকাশে নতুন নতুন গবেষণাগার তৈরী করা আরম্ভ করে দিয়েছে !