আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, বর্তমান সংসদে ও বাইরে জাতীয় পার্টির অবস্থান জনগণ ও গণতন্ত্রের অনুকূলে থাকবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা জানি সরকার নির্বাচন নিয়ন্ত্রণ করবে, তারপরও উপজেলা নির্বাচনে অংশ নেব। এর মাধ্যমে ভোটে সরকারের নিয়ন্ত্রণের বিষয়টি জনগণের কাছে তুলে ধরব।
তিনি আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। ফলে উন্নয়নে সরকারের গৃহীত সকল পদক্ষেপ ব্যর্থ হয়েছে। এ কারণে দেশে বেকারত্ব বাড়ছে।
কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।