Saturday , January 11 2025
Breaking News
Home / Countrywide / উন্নয়ন তো হচ্ছে, দেশে দেড় বছরে ২ কোটি লোক দরিদ্র: মান্না

উন্নয়ন তো হচ্ছে, দেশে দেড় বছরে ২ কোটি লোক দরিদ্র: মান্না

বাংলাদেশের বর্তমান সরকারের দায়িত্ব পালন করছে আওয়ামীলীগ দল। তারা ৩ মেয়াদে ক্ষমতায় রয়েছে। এমনকি তারা দেশের উন্নয়নের জন্য কাজ করছে এবং অনেক উন্নয়নমূক কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছে দলটি। তবে বারবারই তাদের এই কথা অস্বীকার করে আসছে দেশের বেশ কিছু রাজনৈতিক দল এবং সুশীল সমাজের অনেকেই। এমনকি প্রায় সময় দেশের অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা জানিয়েছে এই দলটি উন্নয়নের নামে দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সম্প্রতি সময়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এই সরকারের সমালোচনা করে বেশ কিছু কথা তুলে ধরলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘অনেকে বলেন দেশে গণতন্ত্র নেই, উন্নয়ন তো হচ্ছে। আমি বলি, দেশে কোনো উন্নয়নও হচ্ছে না, গণতন্ত্র তো নাই-ই।’ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি ও সব সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মা/ম/লা প্র/ত্যা/হা/রের দাবিতে আয়োজিত বি/ক্ষো/ভ সমাবেশে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বি/ক্ষো/ভ সমাবেশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)। সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে উন্নয়ন যদি হয়, তাহলে গত এক-দেড় বছরে দুই কোটি লোক দরিদ্র হয় কীভাবে? কয়জন বেকারের চাকরি হয়েছে? কয়টা কারখানা হয়েছে?’

তিনি বলেন, ‘মেগা প্রজেক্ট কয়েকটা ঠিকই হচ্ছে, যেখান থেকে তারা লু/ট করতে পারে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট ব্যয় বেড়ে ৬০ হাজার কোটি হয়ে যায়। এরা লু/টে/রা, এরা ভোট ডা/কা/ত, এরা জুলু//ম/বা/জ। এরা মানুষের অধিকারে বিশ্বাস করে না, সাংবাদিকদের লেখার অধিকারেও বিশ্বাস করে না।’ মান্না বলেন, ‘স্বাধীনতার ঊষালগ্ন থেকে তারা (আওয়ামী লীগ সরকার) যখন ক্ষমতায় গেছে, তখন থেকেই গণতন্ত্রকে হ/ত্যা করেছে। এখনো কেউ গণতন্ত্রের কথা বললে, তার তু/টি চেপে ধরছে। এ হলো তাদের অবস্থা।’ তিনি আরও বলেন, ‘রুহুল আমিন গাজী একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে সম্মান দেখাননি। তার মামলার ভিত্তি নেই, জামিন পাওয়ার অধিকার রাখেন। কিন্তু আপনারা জামিন দেবেন না। এভাবে সব সাংবাদিক বিশেষ করে প্রতিবাদী সাংবাদিক ও লেখকদের কলম স্তব্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে।’

আওয়ামীলীগ দলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে দেশ পরিচালনা ব্যবস্থা সকল ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তবে সকল অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে তারা। এমনি এই সকল অভিযোগ মধ্যে দিয়েই সরকারের দায়িত্ব পালন করছে দলটি।

About

Check Also

৩২ কোটি টাকা লেনদেনের অভিযোগ, রাফির বিকাশ স্টেটমেন্টে যা মিলল

সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *