সম্প্রতি লোড শেডিং’কে কেন্দ্র করে রীতিমতো নানা সমস্যার সম্মুক্ষিণ হতে হচ্ছে দেশের প্রায় সব শ্রেণির মানুষকে। আর এ অবস্থায় চলতে থাকলে আগামীতে আরও বড় কোনো সমস্যায় পড়তে হতে পারে বলেও মনে করছেন অনেকেই।
তবে এ বিষয়টি নিয়ে এবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক আসিফ নজরুল।
পাঠকদের উদ্দেশ্যে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
অর্ধ লাখ কোটি টাকা শুধু নিজেদের লোকের বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোকে দেওয়া হলো।
জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম প্রায় দশগুণ বাড়ানো হয়েছে। উন্নয়নের কথা বলে প্রায় ১৪ বছর ধরে ক্ষমতায় আছেন।
এখন বিদ্যূত কই?
কেন আমরা মানবো লোড শেডিং?