Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / উদ্বোধন করতে গিয়ে উদ্বোধনী সেতু নিয়েই ভেঙ্গে পড়লেন মেয়র

উদ্বোধন করতে গিয়ে উদ্বোধনী সেতু নিয়েই ভেঙ্গে পড়লেন মেয়র

সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্যই মূলত একটি সেতু নির্মাণ করা হয়ে থাকে। তবে সেই সেতু যদি মজবুত না হয় তাহলে
উপকার না জনগনের ক্ষতির কারণ হয়ে দাড়ায়। সম্প্রতি ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে মেক্সিকোতে। উদ্বোধন করতে গিয়ে সেতু ভেঙ্গে পড়ে মেয়রসহ প্রায় ২৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

একটি দৃষ্টিনন্দন সেতু উদ্বোধন করতে গিয়ে মেয়রসহ প্রায় ২৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মেয়র হোসে লুইস উরিওস্তেগুই। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। খবর ডেইলি মেইলের।

উদ্বোধনের সময় ভেঙে পড়া পথচারীদের এ সেতুটি নিয়ে একাধিক বিশ্ব গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। সেতু ভেঙে পড়ার একটি ভিডিও ভা/ইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মেয়র ও তার স্ত্রীসহ কয়েক ডজন লোক ১০ ফুট নিচে একটি পাথুরে নালার মধ্যে পড়ে যান। এতে বেশ কয়েকজনের হাঁড় ভেঙে গেছে, আহত হয়েছেন মেয়রের স্ত্রীও।

জানা যায়, কাঠ ও লোহার শিকল দিয়ে পুনরায় ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়। গজানা যায়, কাঠ ও লোহার শিকল দিয়ে বানানো ঝুলন্ত সেতুটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়। গত মঙ্গলবার (৭ জুন) সেটিরই উদ্বোধন করতে গেছিলেন মেয়র হোসে লুইস উরিওস্তেগুই। এসময় স্থানীয় কাউন্সিল সদস্যসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মেয়র ও তার স্ত্রী লুজ মারিয়া জাগাল গুজম্যান উপস্থিত ছিলেন।

স্থানীয় নগর প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, চার সিটি কাউন্সিল সদস্য, অন্য দুই সিটি কর্মকর্তা এবং একজন স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন। তাদের স্ট্রেচারে করে ছোট নালাটি থেকে তুলে আনতে হয়েছে এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে বিপুল পরিমাণ অর্থের। কোনোকিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ভেঙ্গে পড়ল সেতুটি। তবে মেয়রসহ সবার ভাগ্য বলতে গেলে খুবই ভালো কেননা এতোবড় দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

About Shafique Hasan

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *