সম্প্রতি নিয়ম না মেনে মেট্রোরেলের মধ্যেই এক তরুণীর নাচের ভিডিও রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হতে দেখা যায়। তবে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সেই মেট্রোরেলের মধ্যেই ঘটে গেল আরেক আলোচিত ঘটনা। তবে এবারের ঘটনাটি ভারতের নয় বরং ঢাকা রাজধানীর আগারগাঁও স্টেশনেই ঘটেছে এ ঘটনাটি।
জানা গেছে, রাজধানীর আগারগাঁও স্টেশনে এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া নামের এক নারী যাত্রী। হঠাৎ প্রসব বেদনা উঠলে ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেন এই নারী।
মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি। অন্য যাত্রীরা সহযোগিতা করেছেন বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা।
বৃহস্পতিবার সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।
সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে নিয়মিত চিকিৎসকের কাছে চেকআপ করাতে হয়েছে। আজ তাকে বাসা থেকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রো রেলেই প্রসব বেদনা দেখা দেয়। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই অবিলম্বে খুব সহযোগিতা করেছিল.
তখন নবজাতকের বাবা বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ আমার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।
সে সময় মেট্রো রেলের প্রত্যক্ষদর্শী আরেক যাত্রী সালমা আঁখি জানান, মেট্রোরেলে একজন মহিলা চিৎকার করছিল। চিৎকার শুনে এগিয়ে এসে দেখি প্রসব বেদনা শুরু হয়েছে। তিনি আরও বলেন, এরপর কর্তৃপক্ষের সহায়তায় তার প্রসবের ব্যবস্থা করা হয়। স্বাভাবিক প্রসবের কারণে কোনো জটিলতা হয়নি। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
এদিকে গত বছরের ২৮ ডিসেম্বর বেশ জমকালো ভাবেই মেট্রোরেল উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এরপর পরই জনসাধারণের জন্য মেট্রোরেল চালু করা হয়।