সম্প্রতি একের পর এক আকাশ পথে ঘটছে নানা দুর্ঘটনা। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে এবার যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। এ ঘটনায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটিতে। জানা যায়, গতকাল রোববার (২২ জুন) দেশটির ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাইওয়েতে এ ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (২৩শে জুন) এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি বলেছে যে বিধ্বস্ত হেলিকপ্টারটি মূলত একটি পর্যটক ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়েছিল এবং দুর্ঘটনায় এর ৬ যাত্রী নি/হত হয়েছে।
দেশটির এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লোগান কাউন্টির বিমানবন্দরভিত্তিক এই হেলিকপ্টারটি স্টেট রুট ১৭ হাইওয়েতে বিধ্বস্ত হয় এবং উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটিতে আগুন ধরে যায়।
এদিকে ওই টিভি চ্যানেলকে ব্রায়ান্ট’র সুবাদে আরও জানা গেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় মহাসড়কটি একদিনের জন্য বন্ধ থাকতে পারে। সেই সাথে এই দুর্ঘটনার বিষয়টি রীতিমতো খুতিয়ে দেখতে শুরু করা হয়েছে বলেও জানা গেছে।