Tuesday , January 7 2025
Breaking News
Home / International / উড্ডয়নের ২০ মিনিট পরেই আসন থেকে উঠে কেবিন ক্রুর সঙ্গে অপ্রত্যাশিত ঘটনা, কঠোর শাস্তির মুখে এক যাত্রী

উড্ডয়নের ২০ মিনিট পরেই আসন থেকে উঠে কেবিন ক্রুর সঙ্গে অপ্রত্যাশিত ঘটনা, কঠোর শাস্তির মুখে এক যাত্রী

বর্তমানে এক দেশ থেকে অন্য দেশে খুব দ্রুত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে আকাশ পথের কোনো বিকল্প দেখছেন না যাত্রীরা। তবে মাঝে মধ্যে সেই যাত্রীদের কারণেই ঘটে থাকে নানা অনাকাঙ্খিত ঘটনা। আর সেই ধারাবাহিকতায় এবার বিমানের কেবিন ক্রুর মা’থায় ঘুষি’ মে’রে আলোচনায় এসেছেন এক যাত্রী।

জানা গেছে, অভিযুক্ত ওই যাত্রীকে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আলেকজান্ডার তুং কু লে নামের ওই ব্যক্তির বিচার শুরু হয়।

জানা গেছে, বিমানটি মেক্সিকো থেকে যুক্তরা’ষ্ট্র যাচ্ছিল। তাকে বিমানের ক্রুদের মাথার পে’ছনে ঘু’ষি ‘মা’র’তে দেখা গেছে। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে মেক্সিকোর লস কাবোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার ২০ মিনিটের মধ্যে, আলেকজান্ডার তুং কু লে তার আসন থেকে সরে গিয়ে অনিয়মিত আচরণ শুরু করে এবং কর্মীদের বিরুদ্ধে সহিংসতার হু’ম’কি দেয়। এক পর্যায়ে তিনি ক্রু’কে ‘ঘু’ষি’ মা’রে’ন।

বিমান অবতরণের পর ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাকে আটক করে হেফাজতে নেয়।

এদিকে আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে যে তাকে ভবিষ্যতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

ইতিপূর্বেও সামান্য ঘটনাকে কেন্দ্র করে মাঝ আকাশে যাত্রীদের মধ্যে এমন অপ্রত্যশিত ঘটনা অনেকবারই ঘটেছে। আর সেই সাথে উপযুক্ত শাস্তিও পেয়েছেন তারা।

About Rasel Khalifa

Check Also

হাসিনার পর এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রাজনৈতিক ভবিষ্যৎ বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নিজ দলের মধ্যেই তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *