উড্ডয়নের কিছুক্ষণ পরেই হঠাৎই আগুন ধরে যায় বিমানটিতে, আর এর পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। মাঝ আকাশেই বেশ কয়েকটি ডিগবাজি খাওয়ার পর বিধস্ত হয় বিমানটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাইলট। গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডায় রেনো এয়ার রেস চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।
প্রতিযোগিতাটি ইউটিউবেও সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। সেখানে দেখা যায়, উড্ডয়নের মুহূর্তে হঠাৎ একটি বিমানে আগুন ধরে যায়। এ সময় বেশ কয়েকবার বিমানটিকে ডিগবাজি নিতেও দেখা গেছে।
রেসের চেয়ারম্যান ফ্রেড টেলিং বলেছেন জেট গোল্ড রেসের তৃতীয় ল্যাপের সময় একটি “মারাত্মক দুর্ঘটনা” ঘটেছে।যার ফলে অন্য সব পাইলটকে গ্রাউন্ডেড করা হয়।
এ সময়ে তিনি আরো জানান, এ ঘটনায় অন্যান্য সকল পাইলটকে গ্রাউন্ডেড করার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই পাইলট। আর সেহেতু এ যাত্রায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।