পশ্চিম জাপানের একটি দ্বীপের কাছে মার্কিন সামরিক ভি-২২ অসপ্রে মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে আটজন আরোহী ছিলেন বলে জানা গেছে।
বুধবার জাপানি কোস্টগার্ডের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কোস্ট গার্ডের একজন মুখপাত্র বলেছেন, জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছে বিধ্বস্ত হওয়া বিমান থেকে যাত্রীদের উদ্ধারে তারা টহল বোট এবং বিমান মোতায়েন করেছে।
তবে ঘটনার বিষয়ে আর কোনো তথ্য দেয়নি কোস্টগার্ড। যাত্রীদের কী হয়েছে তা জানা যায়নি।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন যে তারা এখনও ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।
বিকেল সাড়ে ৩টার দিকে দ্বীপের বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের বাম ইঞ্জিনে আগুন ধরে যায় এবং এটি বিধ্বস্ত হয়।
স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। জাপানের মন্ত্রিসভার মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো এ তথ্য জানিয়েছেন।
আগস্টে অপর একটি অসপ্রে বিমান উত্তর অস্ট্রেলিয়া উপকূলের কাছে বিধ্বস্ত হয়েছিল।
হেলিকপ্টারের মতো ব্লেড সম্বলিত অসপ্রে বিমান একইসঙ্গে হেলিকপ্টার ও বিমান হিসেবে কাজ করতে পারে। মার্কিন মেরিন, নৌবাহিনী ও জাপানের প্রতিরক্ষা বাহিনী এটি ব্যবহার করে থাকে।
জাপানে অসপ্রে বিমান মোতায়েনের বিষয়টি বিতর্কিত। সমালোচকরা বলছেন, এ ধরনের হাইব্রিড বিমান দুর্ঘটনা প্রবণ। তবে মার্কিন সেনাবাহিনী এবং জাপান এটিকে নিরাপদ বলে দাবি করেছে।