বর্তমান আধুনিক যুগে এক দেশ থেকে অন্য দেশে দ্রুত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে আকাশ পথের কোনো বিকল্প দেখছে না ভ্রমণ পিপাসু যাত্রীরা। তবে এরপরও মাঝে মধ্যে সেই আকাশ পথেও ঘটছে নানা অপ্রত্যাশিত ঘটনা। আর এরই জের ধরে আবার ঘটলো এমনই একটি ঘটনা।
জানা গেছে, দিল্লি থেকে দুবাইগামী ফ্লাইটটি করাচিতে হঠাৎ অবতরণ করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগ।
ভারতীয় স্পাইসজেটের একটি বিমান পাকিস্তানের বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সংস্থা এএনআই এ খবর জানিয়েছে। বিমানটি দিল্লি থেকে দুবাই যাচ্ছিল। যান্ত্রিক সমস্যার কারণে এটি করাচিতে জরুরি অবতরণ করা হয়, সূত্র জানিয়েছে।
এএনআই অনুসারে, স্পাইসজেটের এসজি ১১ উড়ানটি সময়েই উড়েছিল দিল্লি থেকে। তবে মাঝপথে বিমানের যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এরপর বিমানটিকে পাকিস্তানের করাচি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
এদিকে এবার নিয়ে স্পাইসজেটের বিমানে গত ৩ মাসে মোট ৮ বার এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।