নির্বাচন কমিশনের (ইসি) একটি মামলায় জামিন পেয়েছেন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।
রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত এ আদেশ দেন। জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ ও মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগে গত ১৬ জানুয়ারি চট্টগ্রামের ডাবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।
পাবলিক প্রসিকিউটর বলেন, ইসির মামলায় সাংসদ মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বাচ্চু বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য বাচ্চুকে ১৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তা না হলে বিচারক তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। মামলার পরবর্তী শুনানি ১২ মে।