নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউরনগরে দাওয়াতে ঈমানি বাংলাদেশের চেয়ারম্যান এবং আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরির একটি ওয়াজ মাহফিলকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় কওমিপন্থী আলেম-ওলামা ও তৌহিদি জনতা তাহেরির আগমনের বিরোধিতা করে প্রতিরোধের ডাক দিয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মুছাপুর ইউনিয়নের তালুককান্দি বাজারে রায়পুরা পূর্বাঞ্চল ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২০১৩ সালের ঘটনা উল্লেখ করে বলেন, সেই সময় রায়পুরার অলিপুরা ও রাধানগরের সাহেরচরে তাহেরির আগমনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হন এবং মসজিদ ভাঙচুর ও কোরআন পোড়ানোর মতো ভয়াবহ ঘটনা ঘটে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০১৩ সালের ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। রায়পুরায় তাহেরি আসতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে।” তবে তারা জানিয়েছেন, তাহেরিকে ছাড়া ওয়াজ মাহফিল হলে তাদের কোনো আপত্তি থাকবে না।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৭ ডিসেম্বর মতিউরনগরের একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাহেরির উপস্থিতির কথা রয়েছে। এই আয়োজন করেছে বীরশ্রেষ্ঠ মতিউরনগর উত্তরপাড়া যুবসমাজ। ইতিমধ্যে তাহেরির আগমনের প্রচারণায় পোস্টার সাঁটানো ও মাইকিং করা হয়েছে। তবে এ খবর জানার পর থেকেই স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদি জনতা তার আগমন প্রতিরোধে সক্রিয় হয়েছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা তাজুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ, নরসিংদী জেলা খেলাফত মজলিশের সহসভাপতি মাওলানা শাহ কবির আহমদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, “তাহেরিকে প্রতিরোধের দাবিতে প্রতিবাদ সভা হয়েছে। আমরা আয়োজকদের বোঝানোর চেষ্টা করছি তাকে আমন্ত্রণ না জানাতে। তবে যদি তিনি আসেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তাহেরির আগমন ঘিরে সৃষ্ট এই উত্তেজনা এলাকায় নতুন করে সংকট তৈরির শঙ্কা সৃষ্টি করেছে।