দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এখন ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে নতুন গুজব ছড়ানোর ষড়যন্ত্র শুরু করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের ঐক্য আমাদের ধরে রাখতে হবে। বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। ভারত এই ফাটলকে কাজে লাগাতে চায়। আমরা যদি ঐক্য বজায় রাখতে না পারি, তাহলে এ ষড়যন্ত্র সফল হবে।”
জুলাই বিপ্লবের শহীদদের ত্যাগ স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, “তাদের আত্মত্যাগ আমাদের ঐক্যের শক্তি জোগায়। আমরা যেন তাদের ভুলে না যাই।”
রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “পুরাতন দলগুলোর অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই আমি তাদের অনুরোধ করছি, শান্ত হোন। আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করুন। ঐক্য বিনষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”
সাংবাদিকতা প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, “আমাদের আসল লক্ষ্য হলো স্বাধীন সংবাদপত্র তৈরি করা। যে দলই ক্ষমতায় আসুক, দৈনিক আমার দেশ-এর এডিটোরিয়াল নীতিতে কোনো পরিবর্তন আসবে না।”
তিনি আরও বলেন, “গত ১১ বছর আমি মাঠের বাইরে ছিলাম। কিন্তু স্বাধীনতার পক্ষে লড়াই আমার জন্য একটি ধ্রুব দায়িত্ব ছিল এবং থাকবে।”
অনুষ্ঠানে মাহমুদুর রহমানকে সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ-এর চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
এতে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম এবং গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদসহ আরও অনেকে।