ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীণবিষয়ে বির্তকিত পোষ্ট করে আলোচনা আসেন। সম্প্রতি তার সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোষ্ট ভাইরাল হয়েছে। ফেসবুকের ওই পোষ্টে তিনি যা লিখেছেন তা হুবহু নিচে তুলে ধরা হলো:-
ইলেকশন শিড্যুল ঘোষণা হওয়া মাত্রই, রাস্তায় রাস্তায় পাড়ায় মহল্লায়, নগরে বন্দরে, ক্ষেতে কারখানায়, প্রত্যেক ঘরে ঘরে প্রতিরোধের যুদ্ধ শুরু করতে হবে। এই লড়াই বাংলাদেশকে বাচানোর লড়াই এই লড়াই সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই লড়াই আমাদের মর্যাদার লড়াই। আমরা স্বাধীন মানুষ হিসেবে বেচে থাকবো নাকি ভারত অধিকৃত কাশ্মীরের জনগনের মতো, অবরুদ্ধ গাযার অধিবাসীদের মতো বেচে থাকবো সেটা নির্ধারিত হবে আগামী কয়েক দিনে। আমরা মাঠে থাকলেই বদল হবে ক্ষমতার। মাঠে থাকুন। সর্বশক্তি নিয়ে লড়াইয়ে থাকুন। এইবার আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, পিনাকী ভট্টাচার্য একসময় বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও অন্যান্য বিষয়ে ১৮টি বই লিখেছেন। আজ তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ফেসবুকে তার প্রায় পাঁচ লাখ ফলোয়ার রয়েছে। টুইটারেও সক্রিয় তিনি। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মায়ানমারে রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ে তার অনলাইন লেখাগুলো তরুণ শিক্ষার্থী ও অন্যান্যদের কাছে বেশ জনপ্রিয়।