আওয়ামীলীগ সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য ধারাবাহিক ভাবে বিএনপির নেতাদের রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নি/র্যাতনসহ না কর্মকাণ্ড ঘটিয়েছে।অথচ সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে আসেনি।কিন্তু বাস্তবে কি ঘটেছে তা দেশের মানুষ দেখেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আজকের ভিডিও উৎসর্গ করা হলো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গু/ম হওয়া ইলিয়াস আলীকে। ১৭ এপ্রিল ২০১২ তে তিনি নিখোজ হন। তিনি ছিলেন একজন সাবেক সংসদ সদস্য। আমি ছাত্রজীবনে একই সময়ে রাজনীতি করেছি যখন তিনি ছাত্রদল করতেন। আমাদের সময়ে ছাত্রদের অত সাহসী বেপরোয়া ছাত্ররা তিনজনকে ঘিরে ছাত্র রাজনীতি করতো। সানাউল হক নিরু, গোলাম ফারুক অভি এবং ইলিয়াস আলী। এই তিন ছাত্রনেতা দাপটের সাথে ছাত্রদলকে একটা জনপ্রিয় এবং লড়াকু ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন। গোলাম ফারুক অভি এরশাদের সাথে হাত মিলিয়ে ধংস হয়ে যায়। নিরু ভাই কোন অজানা কারণে রাজনীতি ছেড়ে দেন। ইলিয়াস আলী ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে ঢুকে বিএনপির মাঠের মারকুটে নেতা হিসেবে আবির্ভুত হন। তরুণদের উপরে ছিলো ইলিয়াস আলীর মারাত্মক প্রভাব।