সম্প্রতিক ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য-র সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোষ্ট ভাইরাল হয়েছে। ফেসবুকের ওই পোষ্টে তিনি ইংরেজিতে যা লিখেছেন তা হুবহু বাংলায় নিচে তুলে ধরা হলো:-
মালদ্বীপ ইন্ডিয়ারে বয়কট করার পালটা প্রতিক্রিয়ায় ইন্ডিয়া মালদ্বীপরে বয়কট করিছিলো। আমরা বয়কট করলাম ইন্ডিয়ারে, তো ইন্ডিয়া পালটা বাংলাদেশরে বয়কট করেনা ক্যান?
এইবার বুঝেন, কার, কারে দরকার। হাংকেরে ইন্ডিয়ার দরকার নাই। কিন্তুক ইন্ডিয়ার হাংকেরে দরকার।
উল্লেখ্য, পিনাকী ভট্টাচার্য একসময় বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও অন্যান্য বিষয়ে ১৮টি বই লিখেছেন। আজ তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ফেসবুকে তার প্রায় পাঁচ লাখ ফলোয়ার রয়েছে। টুইটারেও সক্রিয় তিনি। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মায়ানমারে রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ে তার অনলাইন লেখাগুলো তরুণ শিক্ষার্থী ও অন্যান্যদের কাছে বেশ জনপ্রিয়।