১৪ ও ১৮ সালের মতো আবারও পাতানো নির্বাচন করে ক্ষমতা দখল করেছে আওয়ামীলীগ। যার প্রত্যক্ষ সমার্থন দিয়ে যাচ্ছে ভারত। আওয়ামীলীগকে ভারত অবৈধ্য ভাবে একক সমার্থন দিয়ে ক্ষমতায় বসিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করছে।অথচ ভারতে পক্ষ থেকে বলা হচ্ছে তারা আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করবে না।কিন্তু নির্বাচনে কি ঘটেছে তা দেখেছে দেশের ১৮ কোটি মানুষ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আজকের ভিডিওতে আমাদের ইন্ডিয়া আউট কর্মসূচীর স্ট্রাটেজি ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে। হ্যা আমরা চাই, ইন্ডিয়া এটা জানুক। আমরা কী করতে যাচ্ছি, কেন করছি, কীভাবে করছি সেটা নিয়ে তাদের জানা থাকা উচিৎ। আমি আগেও বলেছি এই স্ট্রাটেজি হুট করে মাথা থেকে বের হওয়া বিষয় নয়। এটা ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছে।
ওরা সেটা জানুক আর এই ঠান্ডাতেও কুলকুল করে ঘামুক। ওদের বুঝা দরকার, আমরা কাচা কাজ করতে আসিনি। আমাদের স্ট্রাটেজি জানালে ক্ষতি নাই। ওরা আমাদের ঠেকাতে পারবে না। আর আমাদের বয়কট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের মুখ ও বন্ধ করা দরকার।
আমরা কোন কোন পণ্য বয়কট করবো, ক্যান করবো, করলে কী হবে। এটাই আমার আগামীকালের আলোচনা।
আশা করি প্রত্যেকে দেখবেন। আমাদের অনিবার্য বিজয় সম্পর্কে আগাম ধারণা পাবেন।