সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে আবারও আওয়ামীলীগকে একতরফা ভোট করে ক্ষমতায় থাকার বৈধ্যতা দিচ্ছে ভারত। এদেশের ১৮ কোটি মানুষের গনতান্ত্রিক অধিকার হরণে একক ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত।নিজেদের স্বার্থে এদেশের মানুষের আকাঙ্খাকে উপেক্ষা করে নির্লজ্জের মতো একটি দলকে অবৈধ্য ভাবে থাকাতে সহায়তা করে যাচ্ছে তারা।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ইন্ডিয়ান চিনিতে পিপড়া ধরে না। আমাকে আরো অনেকেই পরীক্ষা করে জানিয়েছেন। লাল চিনি যারা প্রমোট করছেন, উৎপাদন করছেন। এই স্ট্রাটেজি নিন। বাজার থেকে কেনা ইন্ডিয়ান চিনিতে পিপড়া ধরে কিনা সেটা পরীক্ষা করে দেখতে বলেন। যেই চিনি পিপড়া খায় না সেই চিনি খাবেন কেন প্রশ্ন তুলুন।
প্রসঙ্গত, বাংলাদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ায় কারণে ভারতে প্রতি দিন দিন বিদ্বেষ বাড়ছে।শুধু তাই ইতিমধ্যে ভারত বিরুদ্ধে তারা নতুন আন্দোলন শুরু করেছে তাদের গনতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য।