গেলো বেশ কিছু দিন ধরেই মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাংলার অভিনেত্রী ঐন্দ্রিলা। তবে শেষ রক্ষা আর হলো না তার। অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আজ রবিবার বিকেলে তিনি চিরজীবনের পথ পাড়ি দেন। ভারতীয় সংবাদমাধ্যম ডেইলি এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রাতে দশটি হার্ট অ্যাটাক হয়েছিল ঐন্দ্রিলার। ফলে চিন্তিত হয়ে পড়েন চিকিৎসকরা। এর ফলে উৎকণ্ঠার মধ্যে ছিলেন চিকিৎসকরা। ধারণা করছিলেন, যেকোনো মুহূর্তে খারাপ সংবাদ আসতে পারে।
অভিনেত্রী ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। সিপিআর পরিচালনা করা হয়েছিল। অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকদের নানা চেষ্টার পরও তিনি না ফেরার দেশে চলে যান।
অভিনেত্রী ঐন্দ্রিলা ১ নভেম্বর থেকে হাসপাতালে লড়াই করছেন। সেদিনই তার প্রথম ব্রেন স্ট্রোক হয়েছিল। এরপর তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে রাখুন।
মাঝখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। ঐন্দ্রিলার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু ১৭ নভেম্বর জানা যায়, এই অভিনেত্রীর রক্তচাপ ওঠানামা করছে। সংক্রমণের জন্য শক্তিশালী ওষুধও ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে ঐন্দ্রিলার শরীর একেবারে অসাড়।
ক্যান্সারের দুইবার চিকিৎসার পর ঐন্দ্রিলা সুস্থ হয়ে কাজে ফিরে আসেন। সুস্থ হওয়ার পর ছোট পর্দার জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হন তিনি। তার ক্যানসার কাটিয়ে ওঠার গল্প ভক্তদের অনুপ্রাণিত করেছে। এরপর তাকে জি-বাংলার অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা যায়। ওয়েব সিরিজ ‘ভাগাড়’-এ তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
এ দিকে তাকে হারিয়ে ইতিমধ্যেই শোকের ছায়া বইতে শুরু করেছে পুরো টলিউড ইন্ডাস্ট্রিতে। সকলেই কাঁদছেন ঐন্দ্রিলার জন্য। সেই সাথে কাঁদছে তার পরিবার।