বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামানোর প্রত্যয় নিয়ে সকল নেতাকর্মীদের প্রতি মাঠে নামার নির্দেশ দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে বিএনপি আন্দোলন বেগবান করতে ছোট ছোট আন্দোলন নিয়ে মাঠে নামছে। তবে এবার বৃহৎ আকারের আন্দোলনের যাওয়ার দিন তারিখ ঘোষণা করল বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির জনসভা ইতিহাস হয়ে থাকবে। যা এদেশের মানুষ আগে কখনো দেখেনি। এর প্রস্তুতি হিসেবে বিভাগীয় গণসমাবেশগুলো চলছে। তারই অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা কীভাবে যাবেন সেটা আপনাদের বিষয়। তবে আশা করি আপনারা ব্যাপক উপস্থিতি নিয়ে সমাবেশে যোগ দেবেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে নগরীর জেলা বিএনপি কার্যালয়ে আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান আরও বলেন, ফ্যাসিবাদী সরকার জনগণের ওপর বসে আছে, এটাকে সরাতে হবে। এটাকে সরাতে গিয়ে ইতিমধ্যে আমাদের পাঁচ ভাই না ফেরার দেশে। বিভাগীয় গণজোয়ারে সফল না হলে শহীদ পাঁচ ভাইয়ের র”ক্তের অসম্মান হবে।
উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার লক্ষ্যে বিএনপি আন্দোলনে নামছে। সেইসাথে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই আন্দোলন চালিয়ে সরকারের পতন ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। তাই নির্বাচনের আগেই বৃহদাকারের আন্দোলনে যাবে দলটি।