ইডেন কলেজ এখন পরিনিত হয়েছে রণক্ষেত্রে। ছাত্রলীগের নারীরা শুরু করেছে সেখানে তান্ডব। বিশেষ করে ছাত্রলীগের দুই পক্ষের ছাত্রীদের মারামারিতে শুরু হয় ইডেন এ। আর সেই থেকেই সারা দেশে এ নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা। যার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে এবার লেখা লেখি শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে লিখেছেন জুলকারনাইন সায়ের। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু :-
ইডেন কন্যাদের ভিডিও দেখে বুঝলাম ডাবর আমলা-জুঁই-গন্ধরাজ-প্যারাশুট, জাতির চুলের স্বাস্থ্য উন্নয়নে পোচুর ভূমিকা রেখেছে।
আমরা এখন মধ্যম আয়ের ইউরোপ-আমেরিকার মত একটি উন্নত দেশ, তাই সে সকল দেশের (স্পেনের টমাটিনা, আমেরিকার বুলফাইট) মত আমাদেরও একটি জাতীয় মনোরঞ্জন ক্রীড়া অতীব প্রয়োজন।
আর স্ট্রং চুলের অধিকারী গর্বিত এই জাতির জন্যে “চুলোচুলি”কে “জাতীয় মনোরঞ্জন ক্রীড়া” হিসেবে ঘোষনা করলে মন্দ হবেনা।
প্রসঙ্গত,এখনো ইডেন কলেজের অবস্থা স্বাভাবিক হয়নি। হচ্ছে না কোন সুরাহাও। এ নিয়ে কেন্দ্রীয় ভাবে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা।