Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / ইউনিয়নে থাকতে হলে নৌকাতেই ভোট দিতে হবে, নৌকা বাদে ভোট দেওয়া যাবে না

ইউনিয়নে থাকতে হলে নৌকাতেই ভোট দিতে হবে, নৌকা বাদে ভোট দেওয়া যাবে না

নির্বাচনকে ঘিরে সারাদেশে চলছে টানটান উত্তেজনা। বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে নানান ধরনের খবর। কোথাও কোথাও শোনা যাচ্ছে প্রচারণা নিয়ে ঝামেলার সৃষ্টি। নির্বাচনী প্রচারণা নিয়েও অনেকের অনেক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার মুখে আসছে। সম্প্রতি কুষ্টিয়াতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মণ্ডল একটি ভাষণে হুমকি দিয়ে এখন চরম সমালোচনার সম্মুখীন।

‘ভোট নৌকা বাদে কোথাও যাবে না। হরিপুর ইউনিয়নে থাকতে হলে ভোট নৌকাতেই দিতে হবে।

আগ বাড়িয়ে কোনো রকম রং কিংবা সিঁদুর নিতে যাইয়েন না। আপনাদের কেউই রক্ষা করতে পারবে না। সকলের তালিকা করা হচ্ছে, ৫ তারিখে নির্বাচনের পরে দেখা হবে। কোনো সুযোগ সুবিধা আর পাবেন না। ’
এভাবেই কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিবাসীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মণ্ডল।

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণামূলক সভায় এ ধরনের বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ভোটের পরিবেশ ও হামলার শঙ্কায় রয়েছে সাধারণ ভোটার ও প্রার্থীরা।

৩ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শম্পা মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা করছেন। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ বক্তব্য দেন। ’

মিলন মণ্ডল তার বক্তব্যে বলেন, ‘নৌকা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে আসবেন না। আওয়ামী লীগের রক্তের সঙ্গে কেউ বেঈমানি করবেন না। কোনো রকম আওয়ামী লীগের সঙ্গে বেয়াদবি সহ্য করা হবে না। আমি মনে করি আপনাদের দাঁড়ানো (ভোটে) ঠিক হয় নাই। হরিপুর ইউনিয়ন একমাত্র হানিফ ভাইয়ের উন্নয়নের ইউনিয়ন। আপনারা কি দিয়েছে? যে আপনারা নৌকার বিরুদ্ধে ভোটে দাঁড়ান? আপনাদের দেয়ার ক্ষমতা নাই, দিতেও পারবেন না। আমরা বলতে চাই, আপনারা যারা হরিপুরে বসবাস করছেন, নৌকার বিরোধীতা করছেন, শান্তিতে ঘুমাচ্ছেন, এটাই আপনাদের বড় ভাগ্যের বিষয়। কারণ আওয়ামী লীগ অত্যাচারিতে বিশ্বাসী না। আপনারা শুধু ইউনিয়নের সুবিধা নিবেন। আর জনগণকে ধোকা দিয়ে ভোট নিবেন। ’

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি ইউনিয়নবাসীকে পরিস্কারভাবে বলতে চাই, ৫ তারিখে নির্বাচন শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ সরকার কিন্তু শেষ হবে না। আমরা কিন্তু প্রত্যেক মানুষকে চিহ্নিত করবো। এমনো হতে পারে সরকারের যে উন্নয়ন হয়েছে আপনাদের ভোগ করতে দিবো না। আপনারা নৌকার বাইরে যায়েন না, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের বিপদে কেউ পাশে দাঁড়াতে পারবে না। ’

তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষকে চ্যালেঞ্জ করছি যদি কেউ আপনাদের উপকারে আসতে পারে তাহলে তাকে ভোট দিবেন। আপনাদের চেয়ারম্যান হবে কলাগাছ মার্কা। ’

এদিকে এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে সমালোচনার ঝড় উঠেছে। শঙ্কায় রয়েছে ভোটাররা ভোটের পরিবেশ নিয়েও।

হরিপুর ইউনিয়নের কয়েকজন সাধারণ ভোটারদের সঙ্গে এ ব্যাপারে কথা বলে তারা জানায়, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। নিজেদের ভোট পছন্দ মতো প্রার্থীকে দিতে চাই। ভোট সুষ্ঠু হবে কিনা এটাই এখন চিন্তার বিষয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, ‘আমরা হরিপুরের মানুষ রোহিঙ্গা না। লাখো শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। তাই নাকি ভয় করে আমাদের। ’

এ ব্যাপারে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম বাংলানিউজকে বলেন, ‘নির্বাচনের আগে এ ধরনের বক্তব্য আমাদের কাম্য নয়। এতে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আতঙ্কিত হতে পারেন।

হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও মানবাধিকার কর্মী হাসান আলী বাংলানিউজকে জানান, ভোট সাধারণ নাগরিকদের অধিকার। নির্বাচনী প্রচারণায় এ ধরনের বক্তব্য ভোটারদের প্রভাবিত করে। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশ যেন বজায় থাকে এজন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন এই প্রার্থী

এলাকাবাসী খুবই ভারাক্রান্ত এবং নানান অভিযোগ এই নেতার বিরুদ্ধে। এ যেন স্বাধীনতার ৫০ বছরেও পরাধীন জীবন যাপন। নিজের প্রাপ্য ভোট নিজের ইচ্ছামত দেওয়ার কোনো উপায়ই নাই। তবে কি এমন পরিবেশে এই নির্বাচন হবে নাকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা এই অবস্থা স্বাভাবিক করা হবে? এমন নানান ধরনের প্রশ্ন এবং ভয় নিয়ে রয়েছে এলাকাবাসী। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।

About Ibrahim Hassan

Check Also

লিপি ওসমানকে নিয়ে সিটি সেন্টারে শামীম ওসমান

দুবাইয়ের আজমান শহরের সিটি সেন্টার শপিং মলে আবারও দেখা মিললো নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *