Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / আ.লীগের পতন বিষয়ে নেতাকর্মীদের আজরাইলের গল্প শোনালেন মির্জা ফখরুল

আ.লীগের পতন বিষয়ে নেতাকর্মীদের আজরাইলের গল্প শোনালেন মির্জা ফখরুল

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে গদি থেকে নামাতে বিএনপি নানা ধরনের কর্মসূচি দিয়ে আসছে। তবে এপর্যন্ত আন্দোলনে যাওয়ার কথা বললেও বিএনপি সুবিধাজনক অবস্থানে এখনো পর্যন্ত যেতে পারেনি। তবে বিএনপির নেতাকর্মীরা আ.লীগের সময় ফুরিয়ে আসছে, এমন ধরনের মন্তব্য করে আসছেন। এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজরাইলের উদাহরণ টেনে একটি গল্প শোনালেন তাঁর নেতাকর্মীদের। প্রকৃতপক্ষে আ.লীগের কীভাবে সময় শেষ হয়েছে তা বোঝাতে।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ২৫ জানুয়ারি গণতন্ত্র হ”/ত্যা দিবস উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফখরুল বলেন, “এক ব্যক্তি আ”ত্মহনন করতে নদীতে ঝাঁপ দিতে গেলেন। হঠাৎ আজরাইল তাকে পেছন থেকে টেনে ধরে। এ সময় ওই ব্যক্তি আজরাইলকে প্রশ্ন করেন, কেন বাঁচালেন তাকে। জানতে চাইলে আজরাইল তাকে বলেন, তোমার সময় শেষ হয়নি। ওই ব্যক্তি বলেন, ” আমি বাঁচতে চাই না, আমার অনেক অভাব। এ কথা শুনে আজরাইল তাকে গ্রামে গিয়ে ডাক্তারি করার পরামর্শ দেন। লোকটি অবাক হয়ে বললেন, আমি তো ডাক্তারি করতে জানি না। উত্তরে আজরাইল তাকে একটি বুদ্ধি শিখিয়ে দিলেন।’

আজরাইল লোকটিকে বললেন, “যখন কোন রোগী তোমার কাছে আসে, আমি যদি তার পায়ের কাছে দাঁড়াই, তুমি জানবে যে সে দীর্ঘজীবি হবে, আরো অনেক দিন বাঁচবে।” এটা দেখে যে কোনো ওষুধ দিলেই সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু রোগীর মাথার কাছে দাঁড়ালে বুঝবেন রোগীর সময় শেষ, সে আর বাঁচবে না। তখন তুমিও বলে দেবে যে রোগী বেশি দিন বাঁচবে না। এ পরামর্শ পেয়ে ওই ব্যক্তি গ্রামে চলে যান। এরপর সেখানে ডাক্তারি করে অনেক অর্থসম্পদ উপার্জন করেন।’

তারপর একদিন দুপুরের খাবার খেয়ে ওই ব্যক্তি শুয়ে পড়লেন। এমন সময় আজরাইল তার মাথার কাছে এসে দাঁড়ায়। এতে তিনি ভী”ত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ ঘুরে আজরাইলের পায়ের কাছে শুয়ে পড়লেন। এভাবে ৩-৪ বার করার পর আজরাইল তাকে জিজ্ঞেস করে কেন সে এমন করছে। এ কথা শুনে তিনি বললেন, আমি তো সুস্থ আছি, আপনি এখানে কেন এলেন? জবাবে আজরাইল তাকে বলে, তুমি যতই সুস্থ থাক আর ঘুরে শুয়ে থাক, এতে কোনো লাভ হবে না। কারণ তোমার সময় শেষ হয়ে এসেছে।’

প্রসংগত, রাজনৈতিক দিক থেকে কিছুটা ভালো অবস্থানে ফিরেছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকেরা বাংলাদেশের রাজনীতি কখন কোন দিকে মোড় নেয় সেটা নিয়ে কোনো আভাস দিতে পারছেন না। তবে দল দুটির নেতাকর্মীরা পরস্পরের সমালোচনা করে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন।

About bisso Jit

Check Also

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে নয়াদিল্লির জবাব, সাবেক প্রধানমন্ত্রীর পৌষ মাস নাকি সর্বনাশ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে। নয়াদিল্লি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *