Saturday , November 23 2024
Breaking News
Home / opinion / আ.লীগের উন্নয়নের ঠেলায় রাস্তায় জ্যাম লেগে থাকে: রনি

আ.লীগের উন্নয়নের ঠেলায় রাস্তায় জ্যাম লেগে থাকে: রনি

ক্ষমতাসীন আওয়ামীলীগ উন্নয়ন করে দেশকে ভাঁসিয়ে দিয়েছে তার প্রমাণ মিলে রাজধানীর সড়ক গুলোতে।যার কারণে মানুষ রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে অসহনীয় ভোগান্তি পোহায়। দেশে উন্নয়ন হয়েছে তবে সেটি জনগণের নয় সরকারের বসে থাকা লোকদের। উন্নয়ন নামে ব্যাংক খালি হয়ে গেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনি।

আজকের রাজপথে শেখ হাসিনার গাড়ি বহরের কবলে পড়ে বেশ কিছুক্ষন আটকে ছিলাম ! একটি মামলায় হাজিরা দেবার জন্য সদরঘাট কোর্ট কাচারিতে যাচ্ছিলাম ! আওয়ামী লীগের উন্নয়নের ঠেলায় রাস্তায় এতোটা ট্রাফিক জ্যাম লেগে থাকে যে জরুরী প্রয়োজন হলে আমি পায়ে হেঁটে অথবা সুযোগ পেলে রিকশায় করেই কোর্ট কাচারিতে যাই !

আজও যাচ্ছিলাম । কিন্তু গুলিস্তান জিরো পয়েন্টের আগে আরো হাজার হাজার মানুষের সঙ্গে আমিও দাঁড়িয়ে গেলাম ! অস্রধারি পুলিশকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাবে তাই এতো রণসজ্জা ! প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে ঘামছিলাম আর বার বার উকিলের ফোন পেয়ে অস্থির হয়ে পড়ছিলাম ! পুরানা পল্টন মোড় থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তায় হাজার হাজার গাড়ি ঠায় দাঁড়িয়ে ছিলো আর পায়ে হাটা মানুষ গুলো হাশরের ময়দানের মতো ছুটোছুটি করছিল ! পায়ে হাটা জনস্রোতকে জিরো পয়েন্টের সামনে এমনভাবে থামিয়ে দেয়া হয়েছে এবং হাজার হাজার মানুষ যে ভাষায় খিস্তি খেউর করছে তা শুনে আমার কি মনে হয়েছিলো তার কিছুটা ইঙ্গিত দেয়ার চেষ্টা করছি !

আমাদের গ্রাম বাংলায় সাপের বিষ নামানোর জন্য ওঝারা অকথা ভাষায় গালাগাল দিতো ! ওসব গালির নিকট সেফায়েত উল্লাহ সেফুর গালি নিতান্ত শিশুতোষ শব্দ ! আর আজ যা শুনলাম তা আমি বলতে পারবোনা ! তবে পাবলিকের চোপা এতো খারাপ হয়ে গিয়েছে যে তাদের কথা শুনলে ১০০ হাত মাটির নিচে থাকা কিড়া-পোকা-জীবাণু গুলোও বের হয়ে আসতো !

About Babu

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *