জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সাধারণ মানুষ আর এই আওয়ামী লীগ সরকারকে চায় না। তাই এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, বর্তমান সরকারের ব্যাপক দুর্নীতির কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন তারা নানা অজুহাতে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি এখনো অস্পষ্ট ও অনিশ্চিত। সঠিক সময়ে নির্বাচন হবে কি না তা নিয়েও জনমনে শঙ্কা রয়েছে। তাই জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচনে গাইবান্ধার সব আসনসহ ৩০০ আসনে প্রার্থী দেব।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবদুর রশিদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।