দীর্ঘ দিন ধরে নির্বাসিত রয়েছে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি মূলত ধর্মীয় বিষয়ে বিতর্কে জড়িয়ে দেশে ছাড়তে বাধ্য হন।তবে অন্যান্যদের মতো সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। অর্থনীতি, ধর্মসহ নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরে থাকেন।শুধু তাই নয় নিজের জীবনের নানা বিষয়ে তার পাঠকদের সঙ্গে শেয়ার করে থাকেন।এবার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে তুল যা জানালেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
কী করেছি সারা বছর? কিছুই না। কিছুই না। কিছুই না।
বছরের শুরুতে এক ক্রাইম সার্জারি হলো। তার আগে আপাদমস্তক সুস্থ ছিলাম, নিটোল ছিলাম। ওই ক্রাইম সার্জারি জীবন বদলে দিল আগাগোড়া। আয়ু কেড়ে নিল, অনিশ্চয়তা দিল। যন্ত্রণায়, হতাশায় নিমজ্জিত ছিলাম সারা বছর। লেখালেখি? যত করার কথা, তার ১ ভাগ করেছি, ৯৯ ভাগই করা হয়নি।
আমার জীবনের সবচেয়ে ভয়ংকর বছর ২০২৩।
এ বিদেয় হলেই ভাল।