Monday , December 30 2024
Breaking News
Home / Entertainment / আহা কি পবিত্র দু’টি দৃশ্য, অভিনন্দন, এই মানব মানবী আর শিশুটির জন্য: শাওন

আহা কি পবিত্র দু’টি দৃশ্য, অভিনন্দন, এই মানব মানবী আর শিশুটির জন্য: শাওন

গতরাতে মা হয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি, সামাজীক যোগাযোগ মাধমগুলোতে এবং গনমাধ্যমে এ খবর নিয়ে মাতামাতি, শুধু তাই নয় শোবিজ অঙ্গনেও সরগরম। অনেকেই অভিনন্দন জানাচ্ছেন পরীমনি ও রাজ দম্পতিকে। নবজাতকের মঙ্গল কামনা করছেন অনেকে।

অভিনেত্রী মেহের আফরোজ শাওন পরীমনি ও রাজ দম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে দুটি ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা পরীমনিকে শরীফুল রাজকে জড়িয়ে ধরে রয়েছেন। অপর ছবিটি পরীমনির বুকের ওপর রাজ্য। এই ছবি দুটি পোস্ট করে শাওন লিখেছেন, আহা কি পবিত্র দু’টি দৃশ্য! অভিনন্দন, ভালোবাসা এই মানব মানবী আর তাদের শিশুটির জন্য।

জন্মের কয়েক ঘণ্টা পর সন্তানের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী পরীমনি।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি অভিনেতা শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিয়ের ঘোষণা দেন তিনি।

একই সঙ্গে অনাগত সন্তানের খবরও সাংবাদিকদের জানানো হয়। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরীমনি।

উল্লেখ্য, গুনিন সিনেমা করতে গিয়ে রাজের সাথে প্রথম দেখা হয়েছিল অভিনেত্রী পরীমনির সেখান থেকেই তাদের প্রেম ভাললাগা শুরু এবং এর পর তারা বিয়ে করেন গোপনে, পরবর্তীতে অবশ্য সঐ বিয়ের কথা সামনে নিয়ে আসেন পরিমনী।

About Rasel Khalifa

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *