দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশের সিনেমা পেয়েছে দর্শক। সিনেমার টানে আবারো হল মুখি হচ্ছে বাংলাদেশের সিনেমা প্রেমী সব দর্শকেরা। কিন্তু সিনেমায় যখনই বইতে শুরু করেছে সুবাতাস তখনই উঠছে তুচ্ছ সব বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা আর মামলা। সম্প্রতি এ নিয়েই একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:-
আচ্ছা সিনেমা-নাটকের গল্পগুলো এমন হয় না কেন ?
গল্পগুলোতে কোনো যুদ্ধ থাকবেনা,
খুনের দৃশ্য- ধ’র্ষণ দৃশ্য থাকবেনা,
সমাজ নষ্ট করা প্রেম-ডিভোর্স থাকবেনা,
চাঁদাবাজী, ছিনতাই, চিটিং বাটপারি থাকবেনা, বেশরিয়তী নাচ গান থাকবে না, আর কোন বন্দী পাখিও থাকবেনা।
সিনেমা নাটকের গল্পকাররা রাষ্ট্র-সমাজ ও জীব-বৈচিত্র ধ্বংসকারী কেন ?
আসেন আমরা সবাই একযোগে আন্দোলন করি। অনেকগুলো মামলা করি। সিনেমাতে এইসব দেখানো যাবেনা। কারণ এতে যুদ্ধ, খুন,ধর্ষণ,প্রেম, ডিভোর্স, চাঁদাবাজী, চিটিং- বাটপারীকে উৎসাহিত করা হয়।
দাবী তুলি, সিনেমা-নাটকের সব গল্পে জীবে প্রেম দেখাতে হবে আর সবাই “পাখি” পালবে। তাহলে আর কোন মামলা হবেনা, কোন ছবির সেন্সরও আটকে দেয়া হবেনা।
প্রসঙ্গত, আশরাফুল আলম খোকন ছাত্র অবস্থা থেকেই বাংলাদেশ আওয়ামীলীগের রাজনিতীর সাথে জড়িত রয়েছেন। ৭ বছরেরও বেশি সময় ধরে তিনি পালন করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব। বর্তমানে তিনি রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।