Saturday , January 4 2025
Breaking News
Home / Countrywide / আসলে পদ্মা সেতুর পিলার ৪২টি নয়, পিলার মূলত ১ টি : মোর্তোজা

আসলে পদ্মা সেতুর পিলার ৪২টি নয়, পিলার মূলত ১ টি : মোর্তোজা

আলোচিত পদ্মা বহুমূখী সেতু তৈরীকে কেন্দ্র করে দেশ-বিদেশে নানা ধরনের আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে কোন বাধাকে তোয়াক্কা না করে প্রধানমন্ত্রীর সাহসি উদ্যোগে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবে রুপ নিয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প সম্পর্ন করা হয়েছে। পদ্মা সেতু কারও ব্যক্তি সম্পদ নয় বলে যা বললেন গোলাম মোর্তোজা।

পদ্মা সেতু কারও ব্যক্তিগত অর্থে হয়নি, তবে পদ্মা সেতু শতভাগ ব্যক্তিগত উদ্যোগ-উদ্যোমে হয়েছে। পদ্মা সেতুর দৃশ্যমান পিলার রয়েছে ৪২টি। আসলে পদ্মা সেতুর ৪২টি পিলার নয়, পিলার মূলত ১ টি। সেই স্তম্ভের নাম শেখ হাসিনা। বিশ্বে পদ্মা সেতুর চেয়েও অনেক বড় ও অভিনব সেতু রয়েছে। তা সত্ত্বেও উদ্যোগ আর উদ্যোমের কারণে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থানে থাকবেন।

পদ্মা সেতুর কেউ বিরোধিতা করেনি, দুর্নীতির অভিযোগ নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের সব প্রকল্পেই দুর্নীতির অভিযোগ ওঠে এবং তা অসত্য না। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। এটা খুব ভালো একটা ব্যাপার। এর মানে এই নয় যে কোনো প্রকল্পে দুর্নীতি নেই।

বিশ্বব্যাংকের ঋণ বাতিলের দায়ে যাদের অভিযুক্ত করে অপমান-অসম্মান করা হয়, তার সামান্যতম কোনো প্রমাণ বা ভিত্তি নেই। পদ্মা সেতুর মতো বড় উদ্যোগ সফল হওয়ার পর সম্মানিত ব্যক্তিত্বদের অসম্মান করার প্রবণতা থেকে বেরিয়ে আসা দরকার।

প্রসঙ্গত, পদ্মা সেতু প্রধানমন্ত্রীর সাহসি উদ্যোগে বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন গোলাম মোর্তোজা। তিনি বলেন, পদ্মা সেতু কারও নিজস্ব অর্থ দিয়ে তৈরী হয়নি কিন্তু একজনের সাহসি উদ্যোগে এটি সম্ভব হয়েছে।

About Babu

Check Also

সাংবাদিক নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পা‌লি‌য়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *