বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও বেশ অসুস্থ হয়ে রয়েছেন তার বাসভবন ফিরোজাতে। আর সেখানেই দিন রাত কাটছে তার। এ দিকে সামনে আস্তে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জানা গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (৩১ অক্টোবর) রাজবাড়ী মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তারের জামিন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
এদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রাজপথে রাজনীতির সিদ্ধান্ত হবে। তবে মামলাটি হাইকোর্টে নিষ্পত্তি হবে। এ ধরনের কথাবার্তা আইনের শাসনের লঙ্ঘন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে দুর্নীতির মামলায় সাজা শুনিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেয় বেগম জিয়াকে আদালত। আর সেই থেকেই তিনি জেল জীবন কাটিয়েছেন অনেক দিন। এরপর দেশে মহামারীর আগমন ঘটলে তাকে বিশেষ বিবেচনায় বাড়ি থেকে থাকার অনুমতি দেয় সরকার।