ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণতার মধ্য দিয়ে প্রতিবছর আশুরা পালন করা হয়। আসছে মঙ্গলবার অর্থাৎ ৯ আগস্ট পবিত্র আশুরা উদযাপন করবে ধর্মপ্রাণ মানুষেরা। অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল বের করার মাধ্যমে উদযাপন করবে আশুরা। প্রতি বছরের মতো এবারও তাজিয়া মিছিল অংশ নিবে হাজারো মানুষ। তবে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ।
তাজিয়া মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রোববার (৮ আগস্ট) এই বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইক দলভুক্ত ব্যক্তিবর্গ ছু’/রি, কাঁচি, ব”র্শা, কুড়াল, তলো’/য়ার, লাঠিসহ তাজিয়া মিছিলে অংশ নিয়ে এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। যা ধর্মপ্রাণ মানুষ ও নগরবাসীর মনে ভ”য়-ভী’/তিসহ জননিরাপত্তার জন্য হুম”কিস্বরূপ। তাছাড়া পবিত্র মহরম মাসে আশুরা উপলক্ষে আতশবাজি ও প’টকা ফোটানো হয়। যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ডিএমপি কমিশনার ডিএমপির অধ্যাদেশ নং-III/৭৬-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ছু”রি, কাঁচি, বর্শা, কুড়াল, তলো’/য়ার, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রকৃতপক্ষে, যাতে কোনরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এমন বিধিনিষেধ আরোপ করেছে। পুলিশ জানিয়েছে, উদযাপন হবে কিন্তু সেটি কোনরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি ছাড়া। তবে ডিএমপি কখনো চায় না যে, ধর্মীয় অনুষ্ঠানটিতে কোন ধরনের অপ্রত্যাশিত কর্মকাণ্ড সৃষ্টি করুক মিছিলে অংশ নেওয়া ব্যাক্তিরা।