বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী নাসরিন আক্তার নার্গিস। পর্দায় ‘নায়িকা’ হিসেবে অভিনয়ের ইচ্ছা থাকলেও সে স্বপ্ন পূরন হয়নি তার। পক্ষান্তরে সিনেমায় অভিনয় করেছেন সাইড নায়িকা হিসেব, আবার কখনও ‘খল’ চরিত্রে। তবে এবার আলোচ্য বিষয় হলো আসন্ন ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন তিনি।
এরই মধ্যে জমে উঠেছে নির্বাচন। উৎসব আমেজে জমে উঠেছে এফডিসিও। নিশ্চিত হওয়া গেছে কাঞ্চন-নিপুণের বিপরীতে আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তবে এই দুই প্যানেলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন অভিনেত্রী নাসরিন।
আজ ১১ জানুয়ারি তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এনিয়ে তৃতীয়বারের মতো শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন নাসরিন।
স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে নাসরিন বলেন, ‘আমি আমার মতো থাকতে চাই। কোনো কোন্দলে যাবো না। এবার তাই স্বতন্ত্র নির্বাচন করবো কার্যকরী সদস্য পদে। আশা করছি আমাকে যারা ভালোবাসেন তাদের রায় পাবো। সবার দোয়া চাই আমি।’
নাসরিন বলেন, ‘আমার কোনো প্যানেল নেই। আমি চাই যারা শিল্পীদের জন্য কাজ করবেন, সম্মান বাড়াতে পারবেন তারাই ক্ষমতায় আসুক।
বড় পর্দায় নাসরিনের আত্মপ্রকাশ ঘটে ১৯৯২ সালে ‘লাভ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। কর্মজীবনে প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনমার মধ্য রয়েছে- ‘জীবন সংসার’, ‘হৃদয়ের কথা’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘আমার প্রাণের স্বামী’, ইত্যাদি।