বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করের ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের।
শুক্রবার (২৭ অক্টোবর) বরগুনার সিভিল সার্জন ডা. মোঃ মোহাম্মদ ফজলুল হক এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে স্বাস্থ্য অধিদপ্তরের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, কমিটির তদন্ত শেষ হলে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করের অর্থ লেনদেনের একটি ছয় মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।