গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা থেকে এক পুলিশ সদস্যের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব্যারাক থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত পুলিশ সদস্যের নাম মিল্টন কুন্ডু। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা।
তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
জানা যায়, নিহত পুলিশ সদস্য গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা থেকে বদলি হয়ে ৩ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সবসময় ভিন্ন মানসিকতার হয়ে নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। এই পুলিশ সদস্য নিয়মিত কোনো কাজ করেননি।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত মিল্টন কুন্ড যখন পূবাইল থানায় কর্মরত ছিলেন তখন প্রায়ই অনুপস্থিত থাকতেন। সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতেন। তাকে কোনো কাজ দেওয়া হলে বলতেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন। নিহত মিন্টন কুন্ড পূবাইল থানা থেকে বদলি হয়ে ৩ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিল্টনের লাশ উদ্ধারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন এসআই শাহ আলম।
ওসি শাহ আলম জানান, মিল্টন ১২ দিন আগে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন। বিকেলে বিশ্রাম নিতে তিনি থানা ভবনের ষষ্ঠ তলায় নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত ৮টা ৫০ মিনিটে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, আপাতত এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
আর কিছু থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে।