সম্প্রতি চিত্রনায়িকা বিদ্যা সিনেমা মিমের সঙ্গে স্বামী শরিফুল রাজের বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরুফে পরীমনি। আর এরপর থেকেই শুরু হয় তাদের বিচ্ছেদের গুঞ্জন।
তবে গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার বন্দর নগরী চট্টগ্রামে গিয়েছেন শরিফুল রাজ ও পরীমনি।
দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হলের নতুন শাখা ‘স্টার সিনেপ্লেক্স’ সেখানে চালু হচ্ছে। শুক্রবার (২ ডিসেম্বর) থেকে এটি যাত্রা শুরু করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তারা দৃষ্টি আকর্ষণ করবেন।
চট্টগ্রামের দুটি আঞ্চলিক ভাষার চলচ্চিত্র নিয়ে ‘স্টার সিনেপ্লেক্স’-এ শাখাটির যাত্রা শুরু হবে। ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত তানিম রহমান আংশু পরিচালিত ‘ন ডরাই’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইমরাউল রাফাত পরিচালিত ‘মেড ইন চিটাগং’ সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে।
চট্টগ্রাম নগরীতে একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল ছিল সময়ের দাবি। এবার সেই দাবি পূরণ হতে চলেছে। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে অবস্থিত এই কমপ্লেক্সে তিনটি হল রয়েছে। আসন যথাক্রমে ৮৬ (হল-১), ১৯৬ (হল-২) এবং ১২৫ (হল-৩)।
এদিকে মডেলিংয়ের মধ্যদিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। এরপর ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। বর্তমানের তার ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় সিনেমা।