আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো সারা-দেশজুড়েই চলছে ব্যাপক শোরগোল। এমনকি এ এবারের নির্বাচনে শেখ হাসিনা সরকার হেরে গেলে, আওয়ামী লীগ নেতাকর্মীদের কপালে কি আছে,তাও ভবিষ্যত বাণী করে ফেললেন আওয়ামী লীগ নেতা মো. শাহাবুদ্দিন ফরাজী।
তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি বলেছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার না থাকলে আওয়ামী লীগের অন্তত তিন লাখ নেতা-কর্মী প্রথম রাতেই ;হ’;ত্যা;র; শি;কা;র হবেন। তাই দলের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বুধবার (১৯ অক্টোবর) মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শাহাবুদ্দিন ফরাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে কী অবস্থাই হবে ভেবে দেখুন। রাজাকারের দল আবার ক্ষমতায় এলে প্রথম রাতেই অন্তত তিন লাখ আওয়ামী লীগ নেতা মারা যাবে। তাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি এড়িয়ে চলতে হবে। তিনি বলেন, নেতা-কর্মীরা এক ও অভিন্ন হলে আওয়ামী লীগকে পরাজিত করতে পারে এমন কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে নেই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কী পেলাম আর কী পেলাম না সেটা বড় কথা নয়, বড় কথা হলো শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করা হোক। এদেশে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে এটাই আমাদের শপথ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি আজ রাজাকার, আলবদরের ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়েছে। তারা এই দেশকে পাকিস্তান বানাতে চায়। কিন্তু আওয়ামী লীগের একজনও নেতাকর্মী বেঁচে থাকলে তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
এদিকে আগামী নির্বাচন নিয়েও নানা সংশয় প্রকাশ করেছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। এবারের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।